নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারী ।। রবিবার ছিল ত্রিপুরার প্রাক্তন মূক্ষ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের পঞ্চম মৃত্যু বার্ষিকী। প্রাক্তন মূক্ষ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের পঞ্চম মৃত্যু বার্ষিকীর মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে। কংগ্রেসের উচ্চপদস্থ নেতা ও বিধায়করা তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকলেই ত্রিপুরার প্রাক্তন মূক্ষ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের পঞ্চম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরন করেন এই দিনটি। ১৯৮৩ সালে তিনি প্রথম খয়েরপুর আসন থেকে নির্বাচিত হয়।