আন্তর্জাতিক ডেস্ক, রাশিয়া, ১১ আগষ্ট || দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ব্যবহারের অনুমোদন পেল করোনাভাইরাসের টিকা। কৃতিত্বের দাবিদার রাশিয়া। সে দেশের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, কোভিড ১৯-এর টিকাকরণের অনুমতি দেওয়ায় হয়েছে তাঁর দেশে। শুধু তাই নয়, তাঁর এক কন্যাকে ইতোমধ্যে সেই টিকা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুতিন। মঙ্গলবার সরকারি একটি বৈঠকে অংশ নিয়ে পুতিন জানান, নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের যোগ্যতা অর্জন করেছে ওই টিকা। করোনাভাইরাস প্রতিরোধের ক্ষমতা রয়েছে এই টিকার। টিকা ব্যবহারের আগে যাবতীয় সব পরীক্ষা করা হয়েছে বলে আশ্বস্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, তাঁর দুই কন্যার মধ্যে একজনকে সেই টিকা দেওয়া হয়েছে এবং সে সুস্থ আছে।
রাশিয়ার সরকারের তরফে জানানো হয়েছে, প্রথম ধাপে মেডিক্যাল কর্মী, শিক্ষক ও ঝুঁকির কাজে থাকা বিভিন্ন ব্যক্তিকে এই টিকা দেওয়া হবে। রাশিয়াই প্রথম দেশ যারা করোনাভাইরাসের টিকা রেজিস্টার করল। তবে ফেজ থ্রি ট্রায়ালের আগেই এই টিকাকে অনুমোদন দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন দেশের বিজ্ঞানিরা। তৃতীয় ধাপের পরীক্ষায় কয়েক হাজার মানুষের উপর টিকা প্রয়োগ করে তার গুনাগুন দেখে নিতে সময় লাগে মাসখানেক বলে জানা যায়।