আন্তর্জাতিক ডেস্ক ।। মিশরে নেফেরেফ্রে নামের ফারাও রাজার এক পত্নীর কবর আবিষ্কার করেছেন চেক প্রত্নতাত্ত্বিকরা। এটি আবিষ্কারের ফলে করার ফলে ওই রানীর পরিচয় জানা সম্ভব হয়েছে বলে মিশরীয় কর্মকর্তারা জানিয়েছেন। রাজা নেফেরেফ্রে আজ থেকে সাড়ে চার শ’ বছর আগে মিশর শাসন করেছিলেন।
কায়রোর দক্ষিণ পশ্চিমাঞ্চলের আবু সির নামক এলাকায় ওই কবরটি আবিষ্কার করা হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। এর আগেও ওই এলাকা থেকে রাজা নেফেরেফ্রেসহ ফারাওদের পঞ্চম রাজবংশের আরো কিছু পিরামিড আবিস্কার করা হয়েছিল।
এ সম্পর্কে মিশরের পুরাকীর্তিমন্ত্রীমাহমুদ আল দামাতি এক বিবৃতিতে জানিয়েছেন. ‘সমাধিটি আবিষ্কারের পর ওই ফারাও পত্নীর নাম উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি হলেন তৃতীয় খেন্তাকাওয়েস। একই নামে ফারাও’র আরো দুজন রানী ছিলেন। সমাধিটি আবিষ্কার হওয়ার আগে কেউ এই রানীর নাম জানত না। সমাধিসৌধের প্রাচীরের গায়ে তার নাম খোদাই করা রয়েছে ।’
এ সম্পর্কে পুরাকীর্তিমন্ত্রী মাহমুদ আল দামাতি আরো বলেছেন,‘এই আবিষ্কার আমাদের ফারাওদের রাজবংশের পঞ্চম পুরুষ সম্পর্কে আরো তথ্য পেতে সহায়তা করবে।’
এদিকে চেকপ্রত্নতাত্ত্বিক দলের প্রধান মিরোশ্লাভ বারতা জানিয়েছেন, ‘নেফারেফ্রিদের সমাধি ক্ষেত্র থেকে কবরটি আবিষ্কার করা হয়েছে। আমাদের অনুমান তিনি ওই ফারাও রাজার পত্নী ছিলেন।’
এছাড়া সমাধির গায়ে উল্লেখিত তারিখ থেকে জানা যায়, ফারাওদের পঞ্চম রাজবংশের(খ্রিস্টপূর্ব ২৯৯৪-২৩৪৫) শাসনের মাঝামাঝি সময়ে তাকে সমাহিত করা হয়েছিল।
প্রত্নতাত্ত্বিকরা ওই সমাধি থেকে আরো ৩০টি তৈজসপত্র উদ্ধার করেছেন এদের মধ্যে ২৪টি চুনাপাথরের এবং চারটি তামার তৈরি।