স্পোর্টস ডেস্ক ।। ভারতীয় টিম নিয়ে অস্ট্রেলিয়া পাড়ি দেয়ার সময় দেশের বিমানবন্দরে নিজের আগ্রাসী মনোভাবের কথা জানিয়ে দলের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। কোহলি মঙ্গলবারের শেষ টেস্টে ভারতের দলপতি হিসাবে মাঠে নামবেন। এরই আগে ধোনির প্রশংসায় পঞ্চমুখ হয়ে বিরাট কোহলিকে তার আগ্রাসী মনোভাবের কারণে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এক অস্ট্রেলিয় তারকা খেলোয়াড়। তাকে মাঠেই
ভারতীয় টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক বিরাট কোহলিকে বারংবারই প্রতিপক্ষ অস্ট্রেলিয় শিবিরের আক্রমণের নিশানায় পড়তে হচ্ছে। সেই ট্রেন্ড বজায় রইল রবিবারও। অস্ট্রেলিয় ক্রিকেট দলের ওপেনার ডেভিড ওয়ার্নার বললেন, দেখার অপেক্ষায় রইলাম অধিনায়ক হিসেবে কতটা আগ্রাসী বিরাট কোহলি।
আগের টেস্টের মতোই আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে নামছেন কিনা, ভারতীয় টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক, কৌতূহল ওয়ার্নারের। সিডনিতে মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ এবং শেষ টেস্ট।
দিন কয়েক আগেই সকলকে চমকে দিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মহেন্দ্র সিংহ ধোনি। অধিনায়ক ধোনি প্রসঙ্গে বলতে গিয়ে অসি দলের ওপেনার দাবি করেন,খেলা সম্পর্কে অনেক ভাবতেন, অনেক জ্ঞান ছিল ধোনির।
দলের প্রতিটি প্লেয়ারদের থেকে তার সেরাটা বের করে নিতে জানতেন অধিনায়ক ধোনি,মন্তব্য ওয়ার্নারের। মাঠে দাঁড়িয়ে তার পরিকল্পনা প্রতিপক্ষ শিবিরের চোখে পড়ত।
ওয়ার্নারের ভাষায় অধিনায়ক হিসেবে ধোনি ছিলেন অসাধারণ,দারুন স্মার্ট। এখন দেখার অপেক্ষা অধিনায়ক হিসেবে কোহলি কি উপহার দিতে চলেছেন প্রতিপক্ষকে। আসিরাও শেষ ম্যাচে কোহলির আগ্রাসী মনোভাবের জবাব দিবে বলেও জানান তিনি।