নয়াদিল্লি, ৫ জানুয়ারী ।। সম্ভাব্য বিমান ছিনতাই এড়াতে সোমবার থেকে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। জঙ্গিরা সরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমান ছিনতাই করার হুমকি দেয়ার পর এই ব্যবস্থা নিয়েছে বিমান কর্তৃপক্ষ।
সোমবার সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার এয়ার ইন্ডিয়ার কোলকাতা কার্যালয়ে টেলিফোনে করে কাবুলগামী ফ্লাইট ছিনতাই করা হবে বলে হুমকি দেন এক অজ্ঞাতনামা ব্যক্তি। জঙ্গি গোষ্ঠী ইসলামি স্টেট কিংবা তালেবানরা ওই বিমান ছিনতাই করার চেষ্টা চালাবে বলেও জানানো হয়। এই হুমকির প্রেক্ষিতে সোমবার থেকে দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।
এ সম্পর্কে কোলকাতা পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, স্পষ্ট বাংলায় ওই হুমকি দেয়া হয়। তবে এয়ার ইন্ডিয়ার কোন ফ্লাইটটি ছিনতাই করা হবে সে বিষয়ে তিনি কিছুই উল্লেখ করেননি। ইতিমধ্যে হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হুমকি পাওয়ার পরপরই শনিবার রাতে কোলকাতায় নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে মিলিত হন সিভিল এভিয়েশন সিকিউরিটি। বৈঠকে দিল্লি বিমানবন্দরে কঠোর নিরাপত্তা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়।
কাবুলগামী ওই বিমানটিতে বেশ কয়েকজন উর্ধ্বতন ভারতীয় কর্মকর্তা সফর করছেন বলে জানা গেছে। তাদেরকে লক্ষ্য করেই বিমানটি ছিনতাইয়ের পরিকল্পনা করেছে জঙ্গিরা।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আসন্ন ভারত সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামী ২৬ জানুয়ারী ওবামার ভারত সফরে আসার কথা রয়েছে।