নীরমহলের সৌন্দর্য্য বৃদ্ধি করে পর্যটকদের কাছে আকর্ষনীয় করে তুলতে হবে : রাজ্যপাল

nrmনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারী ।। সোমবার দুপুরে মেলাঘর পুর পরিষদের কনফারেন্স হলে সিপাহীজলা জেলার বিভিন্ন দপ্তরের কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজকর্মের অগ্রগতির বিষয়ে এক পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল শ্রী পি বি আচারিয়া, রাজ্যপালের অবর সচিব, সিপাহীজলার জেলা শাষক, মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন, সোনামুড়া মহকুমা শাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগন। সভায় রাজ্যপাল শ্রী আচারিয়া ‘সচ্ছ ভারত অভিযান’, প্রধানমন্ত্রী জনধন যোজনা সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্প রুপায়নের সম্পর্কে খোঁজ খবর নেন। শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে রাজ্যপাল বলেন, জনজাতির অংশের মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটিয়ে তাদের চেতনার মান উন্নয়ন করতে হবে।
রাজ্যপাল শ্রী পি বি আচারিয়া সোমবার বিকালে নীরমহল পরিদর্শন করেন। তিনি এই পর্যটন কেন্দ্রটির সৌন্দর্য বৃদ্ধি করে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলাতে গুরুত্বারোপ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*