তারায় তারায় ডেস্ক, ৬ জানুয়ারী ।। মঙ্গলবার ৪৭ বছর পূর্ণ করলেন অষ্কার জয়ী এ আর রহমান। তার জন্মদিনে ভক্তদের জন্য লাইভ চ্যাটের আয়োজন করলেন এ আর রহমান। মঙ্গলবার রাতে সারা বিশ্বে অগণিত ভক্তের সঙ্গে ফেসবুকে সময় কাটাতে চান তিনি।
আর তাই ফেসবুকে ঠিক রাত ৮টা থেকে বিশ্বে অগণিত ভক্তের সঙ্গে লাইভ চ্যাট করছেন রহমান। নিজে টুইট করে লাইভ চ্যাটের কথা জানান মিউজিক মাস্টার। রহমান লিখেছেন,”ফেসবুকে ৬ জানুয়ারি রাত ৮টায় আমার সঙ্গে লাইভ চ্যাটে থাকুন!
অংশগ্রহণ করার জন্য ফেসবুকে ট্যাগ করুন @myqyuki and…http://fb.me/1FDCggsh0” আর “আগে থেকেই @myqyuki #HBDARR-এ ট্যাগ করে আপনাদের প্রশ্ন পাঠান।
তিনি স্টাটাসে বলেন, মঙ্গলবার রাত ৮টায় ফেসবুকে লাইভ চ্যাটে বিশেষ কিছু ঘোষণা করতে চলেছি। মঙ্গলবার রাতে ভক্তদের সঙ্গে কথা বলবেন তিনি। তাদের সারপ্রাইজ রিটার্ন গিফ্টও দেবেন বলে জানান তিনি নিজেই।