স্পোর্টস ডেস্ক, ৬ জানুয়ারী ।। ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের ১৫ জনের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অনেক জল্পনা স্বত্বেও দলে জায়গা হল না গত বিশ্বকাপের সেরা ক্রিকেটার সেই তারকার। এছাড়াও দলে রয়েছে দারুণ চমক। বিশ্বকাপে ঠাঁই পেতে যাচ্ছেন বলে অনেকের যে ধারণা ছিল তার অনেকটাই প্রতিফলন হয় নি এই ঘোষণায়।
বিশ্বকাপের সম্ভাব্য দলের প্রাথমিক ৩০ জনের তালিকায় নাম না থাকলেও রঞ্জিতে সাম্প্রতিক পারফরম্যান্স ও রবীন্দ্র জাদেজার চোট নিয়ে অনিশ্চয়তার কারণে আলোচনার বৃত্তে চলে আসে যুবির নাম।
কিন্তু শেষপর্যন্ত চূড়ান্ত দলের বাইরেই রয়ে যেতে হল তাকে। এদিন বিশ্বকাপ ও আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য মুম্বাইয়ে নির্বাচক কমিটির বৈঠক বসে। সন্দীপ পাতিলের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির বৈঠকের পর চূড়ান্ত দল ঘোষিত হয়। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে,যুবরাজের নাম নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন, শেষপর্যন্ত তাকে আমরা হলে রাখতে পারি নি।
বিশ্বকাপে ভারতীয় দলের খেলোয়াড়রা হলেন মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি (সহ-অধিনায়ক) ,শিখর ধেওয়ান, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, স্টুয়ার্ট বিনি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, সুরেশ রায়না, মহম্মদ সামি, অম্বতি রায়াডু ও রবিচন্দ্রন অশ্বিন।
মঙ্গলবার দল নির্বাচনী সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন অধিনায়ক ধোনি ও ম্যানেজার ডানকান ফ্লেচার।