দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৬ জানুয়ারী ।। জীবন জীবিকা সম্পৃক্ত তথা ব্যাঙ্ক শিল্পকে বেসরকারী করনের উদ্যোগ এই শিল্পের সঙ্গে যুক্ত লক্ষ, লক্ষ কর্মচারীদের ভবিষ্যৎ সঙ্কটের মুখে – প্রতিবাদে পথে নেমেছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন। ইতিমধ্যেই ধাপে ধাপে আন্দোলন কর্মসূচী পালিত হচ্ছে দেশজুড়ে। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের ত্রিপুরা শাখা দেশব্যাপী ফোরামের ডাকা ধর্মঘটে পূর্ণ সমর্থন জানিয়েছে। মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘটের সমর্থনে শহরের বিভিন্ন পথে ফোরামের আহ্বানে মিছিল সংঘটিত হয়েছে।