রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ অনিল রঞ্জন দাসের প্রয়াণে কৈলাশহরে শোকের আবাহ

Sokh songbadআগরতলা,৭ জানুয়ারী ।। “জন্মিলে মরিতে হইবে অমর কে কথা রবে” – সেই হিসেবে প্রতিনিয়ত চলছে আশা যাওয়ার পালা। মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু মাঝে মাঝে এমন কিছু মানুষের প্রয়াণ হয় যাঁদের শূন্যস্থান পূরন অসম্ভব হয়ে দাঁড়ায়। তেমনি একজন মানুষের প্রয়াণে কৈলাশহরে শোকের ছায়া নেমে এসেছে। ৫ই জানুয়ারী সকালবেলায় কৈলাশহরে তথা এ রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ অনিল রঞ্জন দাস ৭৯ বছর বয়সে পরলোক গমন করেন, ছিলেন কৃতি শিক্ষার্থী পাশাপাশি রাজ্যেও যুক্ত ছিলেন শিক্ষা ব্যবস্থার সঙ্গে। কৈলাশহরে বিশিষ্ট শিক্ষাব্রতী অনিল রঞ্জন দাসের প্রয়াণে বিভিন্ন মহল থেকে শোক জ্ঞাপন করা হয়েছে। প্রয়াত শিক্ষাবিদের সুযোগ্য সন্তান ডঃ অরিজিৎ দাস বর্তমানে রামঠাকুর কলেজে রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

Dr. Arijit Das’s father Anil Ranjan Das, an eminent Scholar of Chemistry of St.XAVIER’S COLLEGE, Calcutta passed away

Agartala, Jan 07, 2015 : Anil Ranjan Das father of Dr. Arijit Das, Assistant professor of chemistry, Ram Thakur College, Agartala passed away on the morning of 5th January 2015 arround 5.40am.

He was 79yrs. Anil Ranjan Das achieved his intensive course in Chemistry from the ST.XAVIER’S COLLEGE, Calcutta, West Bengal with 98% Marks in Chemistry in 30th April 1965 after completion his degree from M.B.B. College, Agartala and qualified to teach Elective Chemistry in Government Girl’s Higher Secondary School, Kailashahar for around 30 years. He was an eminent scholar of Chemistry. Later on he retired as an inspector of schools of Kailashahar in 1995.

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*