জাতীয় ডেস্ক, ৭ জানুয়ারী ।। ভারতের ক্ষমতাসীন দলের এক আইন প্রণেতা অন্তত চারটি সন্তান নেয়ার জন্য হিন্দু নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ধর্ম রক্ষার জন্য এ আহ্বান জানান।
এ বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর তার কট্টরপন্থী সমর্থকদের লাগাম টেনে ধরার জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে।
সাক্ষী মহাজন নামের ওই আইন প্রণেতা ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র টিকিট নিয়ে উত্তর প্রদেশ থেকে নির্বাচিত হন। খবর এএফপির। মঙ্গলবার এক বক্তব্যে তিনি বলেন, পরিবার বড় করা হিন্দুদের একটি কর্তব্য হিসেবে দেখা উচিত।
মিরাট নগরীতে এক ধর্মীয় সমাবেশে তিনি বলেন, হিন্দু ধর্মকে রক্ষায় হিন্দু নারীদের প্রত্যেকের অন্তত চারটি সন্তান নেয়ার সময় এসেছে।
মহারাজার এ বক্তব্যকে ঘিরে ব্যাপক হৈচৈ শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিরোধী দলীয় নেতারা প্রধানমন্ত্রী মোদির কাছে এ বক্তব্যে ব্যাখ্যা দাবি করেছেন। কংগ্রেস দলীয় জ্যেষ্ঠ নেতা অভিষেক মানু সিংভি গণমাধ্যমকে বলেন, ওই বক্তব্যের পর ২৪ ঘণ্টা পার হয়ে যাবার পরও কেন প্রধানমন্ত্রী মুখ খুলছেন না?
তিনি বলেন, এটা কি ভারতের নতুন জনসংখ্যানীতি? দেশবাসী এর জবাব চায়। গত মাসে বিজেপি দলীয় অপর এক আইন প্রণেতার একটি বিতর্কিত বক্তব্যকে ঘিরে মোদি তীব্র সমালোচনার মুখে পড়েন।
ভারতের ১২০ কোটি জনসংখ্যার ৮০ শতাংশের বেশি মানুষ হিন্দু ধর্মাবলম্বী। তবে দেশটিতে বিপুলসংখ্যক মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্ট ধর্মাবলম্বির মানুষ বাস করে। উল্লেখ্য, ভারত সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ দেশ।