ইয়েমেনে বোমা হামলায় নিহত ৩৮

boomআন্তর্জাতিক ডেস্ক, ৭ জানুয়ারী ।। ইয়েমেনের রাজধানী সানায় পুলিশ কলেজের বাইরে একটি গাড়ি বোমার বিস্ফোরণে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। বুধবার দেশটির পুলিশ ও স্থানীয়রা এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সূত্র জানায়, বুধবারের ওই ঘটনায় অন্তত এক ডজন লোক আহত হয়েছে। পুলিশ একাডেমি অফিসার্স ক্লাবের সংলগ্ন হাউথি যোদ্ধাদের কেন্দ্রকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখা যায়। এখন পর্যন্ত কোনো দল এ হামলার দায় স্বীকার করেনি।
ইয়েমেনের সুন্নি সরকারের বিরুদ্ধে শিয়ারা সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। ধারণা করা হচ্ছে, শিয়া সম্প্রদায়ভিত্তিক হাউথি যোদ্ধাদের লক্ষ্য করে সুন্নি সম্প্রদায়ভিত্তিক কোনো দল এ হামলা চালিয়ে থাকতে পারে। সরকারি বাহিনীকে হটিয়ে সানাসহ দেশটির অনেক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে শিয়া বিদ্রোহীরা।
স্থানীয় কর্মকর্তা জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এর অনেকের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে।
তথ্যসূত্র : বিবিসি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*