বন্ধুত্বের নিদর্শন – বাংলাদেশের ভেতর দিয়ে আসছে ক্ষুন্নি

Untitled-1দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৯ আগষ্ট ।। ক’দিন বাদেই এদেশের স্বাধীনতা দিবস। কত বছরে পদার্পণ করবে সেই হিসাব করছে দেশবাসী। কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে ভারতবর্ষের সার্বিক উন্নয়ন সমান হয়নি বলেই আলো আঁধার দূর হয়নি উত্তর-পূর্বাঞ্চলের । দেশের মূল ভূ-খন্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এখনো এতটাই ভঙ্গুর যার ফলে ত্রিপুরার মানুষের উদর পূর্ত্তির ক্ষুন্নি অন্ধ্রপ্রদেশ থেকে জলপথে বাংলাদেশের আশুগঞ্জ থেকে টাকে আসছে ত্রিপুরায়। বাংলাদেশের হাসিনা সরকার এই ক্ষেত্রে যে মানবিকতার দৃষ্টান্ত রেখেছেন তার জন্য ত্রিপুরাবাসীর অভিনন্দন পেতেই পারে বাংলাদেশের বর্তমান সরকার।
আগরতলা বর্ডার থেকে শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।

FacebookTwitterGoogle+Share