দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৭ জানুয়ারী ।। পুলিশ সম্পর্কে জনমনে সর্বদাই অন্যরকম ধারনা। ত্রিপুরায় মানুষের মনে পুলিশ সম্পর্কে বিরুপ ধারনা দূর করতে প্রয়াস কর্মসূচী নিয়েছে ট্রাফিক দপ্তর। প্রয়াসের অঙ্গ হিসেবে ট্রাফিক দপ্তর নাগেরজলায় ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সচেতনতামূলক অনুষ্ঠান হয়। সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস পি ট্রাফিক স্মৃতিরঞ্জন দাশ, ইন্সপেক্টর অব ত্রিপুরা শ্রী দাশগুপ্ত সহ আরো অনেকে।