আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর ৷। সামনেই শারদীয়া দূর্গোৎসব। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানীর বনেদি ক্লাবগুলো অন্যান্য বছর বড় পরিসরে এই পূজার আয়োজন করে থাকলেও এই বছর নিয়ম রক্ষার্থে সরকারি নির্দেশিকা মাথায় রেখে ক্ষুদ্র পরিসরে মা দশভুজার আরাধনায় ব্রতী হতে চলেছেন। তাই আসন্ন দূর্গো পুজোকে সামনে রেখে একাধিক শ্রমিক নিয়ে প্রতিমা বানানোর কাজ চলছে রাজধানীর লঙ্কামুড়া এলাকায়। তাছাড়া রাজ্যে করোনা পরিস্থিতিতে পুজোর জন্য বানানো প্রতিমার চাহিদা নিয়ে জানতে চাইলে এক মৃৎ শিল্পী জানান, মহামারির কারনে এবছরের পুজো ক্ষুদ্র পরিসরে হওয়ায় প্রতিমার চাহিদায় ঘাটতি দেখা দিয়েছে।
এই মহামারির সময়ে মা দশভুজার আরাধনাকে কেন্দ্র করে মৃৎ শিল্পীরা দিনরাত শ্রম দিয়ে গেলেও লাভের মুখ কতটা দেখতে পাবেন সেটাই এখন দেখার।