দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৭ জানুয়ারী ।। খাকি পোষাকের পুলিশ সম্পর্কে জনমনে সর্বদাই অন্যরকম ধারনা, পুলিশের ভাগ্যে বরাতজোরে কখনো কখনো প্রশংসা জোটে। ত্রিপুরায় মানুষের মনে পুলিশ সম্পর্কে বিরুপ ধারনা দূর করতে প্রয়াস কর্মসূচী নিয়েছে আরক্ষা প্রশাসন। বুধবার, নজরুল কলাক্ষেত্রে পুলিশ সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে মেগা প্রয়াসের বিষয় হিসেবে নারী নির্যাতন এবং দুর্ঘটনা প্রতিরোধ নিয়ে আরক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। নজরুল কলাক্ষেত্রে মেগা প্রয়াসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি DGP কে নাগরাজ, বিশেষ অতিথি মহিলা কমিশনের চেয়ারপার্সন পূর্ণিমা রায়, আই জি এল ও অনুরাগ ধ্যানকর। অনুষ্ঠানে মানুষ আর পুলিশের সম্পর্কে জোরদার করতে নতুন ওয়েবসাইটের উদ্ধোধন হয় www.CitizenPortalTripuraPolice.nic.in ।