দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৭ জানুয়ারী ।। ভারতের IT শহর হিসেবে খ্যাত ব্যাঙ্গালুরুতে ক’দিন আগে বিস্ফোরনের জেরে সেখানকার আরক্ষা প্রশাসন বিশাল অর্থ খরচ করে সি,সি, ক্যামেরা প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এবার সেই সি,সি, ক্যামেরা আগরতলায় গুত চোখে নজর রাখবে। পুলিশের চোখে কুলোচ্ছে না বলেই নাশকতা রুখতে আগরতলার বিভিন্ন স্থানে বসানো হচ্ছে সি,সি, ক্যামেরা। বুধবার, নাগেরজলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন স্থানে ৩টি সি,সি, ক্যামেরা বসানো হয়েছে। রাজ্যের নিরাপত্তার স্বার্থে আন্তর্জাতিক সীমানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত আগরতলা শহরের নিরাপত্তা নিয়ে নানা মহলেই প্রশ্ন ছিল, এবার শহরের নিরাপত্তায় বাড়তি সংযোজন হয়েছে সি,সি, ক্যামেরা । জানা গেছে, রাজধানীর নানা প্রান্তে স্থাপিত সি,সি, ক্যামেরার নিয়ন্ত্রন করা হবে পুলিশ হেড কোয়াটার থেকে।