নিউজিল্যান্ড, ৮ জানুয়ারী ।। নিউজিল্যান্ডে বিমান বিধ্বস্ত হওয়ার পরেও বেঁচে গেলেন সেই বিমানের পাইলটসহ ১৩ আরোহী। সমস্যা আঁচ করতে পেরেই প্যারাসুট নিয়ে পাইলট, ছয় ক্রু ও ছয় স্কাইডাইভার আরোহী লাফিয়ে নিচে পড়েন। এতে প্রাণে বেঁচে যান তারা।
নিউজিল্যান্ডের তৌপু লেক এলাকায় ঘটেছে এ ঘটনা।
শূন্য থেকে লাফিয়ে পড়ার জন্য ছয় স্কাইডাইভারকে নির্দিষ্ট স্থানে নিতে বিমানটি তৌপু লেকের ওপর উড়ছিলো।
তৌপু’র মেয়র জানান, আকাশে চক্কর দেয়ার এক পর্যায়ে বিমানটির জ্বালানি শেষ হয়ে যায়। তখন বিমানটি ভূমি থেকে ১৩শ মিটার উপরে ছিল। আসন্ন বিপদ টের পেয়ে সবাইকে প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়তে বলেন পাইলট।