আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ নভেম্বর ৷। আবারো ছিনতাইবাজের কবলে পড়লো এক বয়স্ক মহিলা। ঘটনা সোমবার রাজধানী আগরতলার রামনগর ৫নং রোড এলাকায়। জানা যায়, এই বয়স্ক মহিলা ব্যাংক থেকে পেনশনের টাকা তুলে বাড়িতে ডুকার সময় ছিনতাই বাজরা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। শহরের প্রাণকেন্দ্রে দিন দুপুরে এই ঘটনায় আরক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।