আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০২ নভেম্বর ৷। বক্সনগর গরু চুরির পর প্রায় এক সপ্তাহ বাদেই বাংলাদেশ থেকে সেগুলো উদ্ধার হয়েছে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পর। বক্সনগর বাগবের এলাকার তিন যুবকের নামে কলমচৌড়া থানায় মামলা করা হয়েছে। এলাকার মানুষের বক্তব্য, গত এক বছরেই এলাকা থেকে মোট ১৩টি গরু চুরি হয়েছে। প্রত্যেকটি চুরির সাথে তারা যুক্ত থাকতে পারে বলে ধারণা এলাকাবাসীর। ঘটনার বিবরণে জানা যায়, গত ২৪শে অক্টোবর শুক্রবার গভীর রাতে কলমচৌড়া থানা এলাকার বাগবের গ্রাম পঞ্চায়েতের দুধ পুকুরের সীমান্তের 188 এবং 189 নম্বর গেইট এর মাঝামাঝি স্থানে বেড়া কেটে আমির হোসেনের বাড়ি থেকে দুটি গাভী গরু নিয়ে যায় চোরের দল। গরুর মালিক আমির হোসেনের বাড়ি কাঁটাতারের বেড়া থেকে বড়জোর ৫ মিটার দূরত্বে অবস্থিত। এই সুযোগ বুঝে এলাকার কুখ্যাত পাচারকারী, চোরাকারবারি গরু চোর তুষার মিয়া, কামরুল হোসেন, রিয়াদ মিয়া নামে ৩ যুবক, এলাকায় দীর্ঘদিন যাবত চুরি করে যাচ্ছে বলে অভিযোগ। এই তিন যুবক বর্তমানে এলাকা ছাড়া। এদিকে এলাকাবাসীর অভিযোগ, এই তিন যুবককে এলাকায় ঢুকতে দেওয়া হবে না। তবে গরু গুলি চুরি হওয়ার পর থেকেই মালিক আমির হোসেন তার বাংলাদেশের আত্মীয় পরিজনদের কাছে খোঁজখবর নিতে থাকে।পরে বাংলাদেশের আত্মীয়রা খোজ খবর নিয়ে দেখে বুড়িচং থানার আদর্শ গ্রামে তার গাভী গরুটি একটি গাছের সাথে বাধা। পরে স্থানীয় বিজিবি বি ও পি’তে খবর দিলে বিজেবি জোয়ানরা এসে বুড়িচং বিওপিতে নিয়ে যায়। পরবর্তী সময়ে এক সপ্তাহ পরে শনিবার বিকাল ৪টার সময় বি জি বি ও বি এস এফ নগর সীমান্তে পতাকা মিটিং সেরে গরুর মালিক আমির হোসেন হাতে গরুটি তুলে দেয়। বাংলাদেশ থেকে খবর আসে এই গরু চুরির সাথে যুক্ত এলাকায় তিন যুবক। তাই এলাকার লোকজন ও এলাকার উপপ্রধান সহ কলমচৌড়া থানায় এই তিন যুবকের নামে একটি মামলা দায়ের করেন। এই যুবক ও পরিবার বর্তমানের এলাকা ছাড়া ও তারা পলাতক। পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করতে পারিনি।