স্পোর্টস ডেস্ক ।। আসন্ন ২০১৫ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচের দেড়মাস আগে এক প্রকার আগ বাড়িয়ে হুঙ্কার ছাড়া শুরু করল পাকিস্তান। বিশ্বকাপে ভারতকে এখনও পর্যন্ত হারাতে পারেনি পাকিস্তান। কিন্তু পাক পেসার সোহেল খান মনে করছেন, গত বারের চ্যাম্পিয়নদের ব্যাটিং লাইন আপ গুটিয়ে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে তাদের।
সোহেলের ধারনা তিনি এবং তার দেশের তারকা বোলারদের পেস ও স্পিন অ্যাটাক গুটিয়ে দিতে পারবে একদিনের ক্রিকেটে ভারতের জবরদস্ত ব্যাটিং লাইন-আপকে। দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলিকে সামলানোর জন্য তাঁরা বিশেষ কোনও পরিকল্পনা কষেছেন কিনা, এই প্রশ্নের উত্তরে সোহেলের চটজলদি উত্তর, “কোহলি হোগা কোহলি আপনে ঘর কা”।
এ কথা বলে তিনি বোঝাতে চাইলেন, “ঘরের মাঠেই কোহলি বাঘ”। ওকে নিয়ে অত চিন্তাভাবনার কিছু নেই। রীতিমতো তাচ্ছিল্যের ঢঙে বলেছেন, “উপরওয়ালার দোয়ায় আমাদের অনেক বড় তারকা রয়েছেন। ওসব কোহলি-ওয়ালি নিয়ে আমাদের মাথাব্যাথা নেই”।
কিছুটা অপ্রত্যাশিতভাবেই পাক বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন পেসার সোহেল। প্রাথমিক ৩০ জনের তালিকাতে না থেকেও ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সের জেরেই দলে ডাক পেয়েছেন তিনি।
মাত্র দুটি টেস্ট ও পাঁচটি ওয়ান ডে খেলা পেসার যেভাবে কোহলিকে কটাক্ষ করলেন তা বিশ্বকাপের ময়দানে দুই দেশের লড়াইয়ে প্রভাব ফেলতে পারে কিনা সেটাই এখন দেখার। আগামী ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপে অ্যাডিলেড ওভালে মুখোমুখি হবে দুই দল।