ফ্রান্স, ৮ জানুয়ারী ।। ফ্রান্সের প্যারিসে আবারো বন্দুকধারীর গুলিতে ২ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সোয়া ৮ টার দিকে দক্ষিণ প্যারিসে এই হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই ওই এলাকার নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের অবস্থান লক্ষ্য করে অজ্ঞাত পরিচয়ের এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। হামলাকারীকে দেখতে অনেকটা আফ্রিকান বংশোদ্ভূত বলে জানায় তারা।
এই হামলার সাথে বুধবার প্যারিসে পত্রিকা অফিসে হামলার কোনো যোগসূত্র আছে কি-না তা এখনো জানা যায়নি। হামলাকারীকে গ্রেপ্তারে সাড়াশি অভিযান শুরু করেছে ফরাসি নিরাপত্তা বাহিনী।
এদিকে, পূর্বাঞ্চলীয় ভিলেফ্রান্সে একটি মসজিদের কাছে রেস্টুরেন্টে বোমা বিস্ফোরণের খবর দিয়েছে রুশ গণমাধ্যম আরটি।