দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৮ জানুয়ারী ।। আসামের কোকরাঝড়ে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবাদীদের হাতে নিরীহ অধিবাসীদের মৃত্যু হয়েছে। উগ্রবাদীদের হাতে এই নৃশংস হত্যাকান্ডের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে বৃহস্পতিবার বটতলায় CPI(M) জয়নগর মেলারমাঠ লোকাল কমিটির আহ্বানে পথসভার আয়োজন করা হয়। বক্তারা উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরায় সন্ত্রাসবাদী তৎপরতার কথায় CIA-র চক্রান্তের নীল নকষা চলছে বলে জানান। আসামে আক্রান্ত মানুষেরা খোলা আকাশের নীচে জীবন কাটাচ্ছেন, হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের – এই ক্ষেত্রে আসাম সরকারের তীব্র সমালোচনা করেন। নব নিযুক্ত CPI(M) সদর মহকুমা সম্পাদক শুভাশিষ গাঙ্গুলী রাজ্যে সন্ত্রাসবাদী তৎপরতায় কংগ্রেসের ভুমিকার তীব্র সমালোচনা করে বলেন কংগ্রেস বলেছিল রাষ্ট্রপতির শাসন চাই কিন্তু CPI(M) বলেছিল মানুষকে সংঘটিত করার কথা, অর্থনৈতিক উন্নতির কথা। শুভাশিষ বাবু চ্যালেঞ্জ দিয়ে বলেন ত্রিপুরার উপজাতি অংশের উন্নয়নের যে দৃষ্টান্ত স্থাপন করেছে ত নজীর বিহীন। ত্রিপুরায়, আসামে গদি দখলে কংগ্রেস সন্ত্রাসবাদের সঙ্গে সমঝোতা করেছে, সভায় সাম্প্রদায়িক ভাবে জাতের ভাগ করার জন্য কেন্দ্রীয় সরকারের সমালোচনার পাশাপাশি কংগ্রেসের নিঃস্পৃহ ভূমিকার তীব্র সমালোচনা করেন বক্তারা। রাজ্যে কংগ্রেসের ভূমিকা থেকে শুরু করে লোকসভায় বিরোধী নেতার তকমা পর্যন্ত জুটছে না কংগ্রেসের বলেন শুভাশিষ গাঙ্গুলী। পথসভায় সভাপতি ফজলুল হক, জয়নগর ও মেলারমাঠ CPI(M) কমিটির সম্পাদক সুভাষ দাশ সহ উপস্থিত ছিলেন CPI(M) সমর্থক সহ অন্যান্যরা।