শেষ দিনে ভারত-অসিদের হাড্ডাহাড্ডি লড়াই

sprts2স্পোর্টস ডেস্ক ।। ভাগ্য বলে একটি কথা আছে। আর সে ভাগ্যের কাছেই ছুটছে দুই দল। একপেশে দাপট নেই কারো। লড়াইয়ে লড়াই সমানে সমান। ভারত ও অস্ট্রেলিয়ার শেষ ম্যাচের চিত্রটাও যেন তাই। সিডনি টেস্টের চতুর্থ দিনশেষ ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার লিড দাঁড়িয়েছে ৩৪৮ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৫১ রান নিয়ে দিন শেষ করে স্টিভেন স্মিথের দল।
দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই দলটি মারমুখী ব্যাটিং করতে থাকে অস্ট্রেলিয়া। যে কারণে দ্রুত উইকেটও হারায় দলটি। এই ধারায় বরাবরের মতো স্টিভেন স্মিথ বাঁধ সাধেন। ৭০ বলে ৮টি চার ও ১টি ছক্কার মারে ৭১ রানের ইনিংস খেলেন তিনি। চার ম্যাচের টেস্ট সিরিজে ৭৬৯ রান করেন তিনি।
তবে সবচেয়ে মারমুখী খেলেন জো বার্নস। মাত্র ৩৯ বল থেকে ৮টি চার ও ৩টি ছক্কার মারে ৬৬ রান করে আউট হন তিনি। এ ছাড়া ওপেনার ক্রিস রজার্স করেন ৫৬ রান। আগের তিন দিনে দুই দলের মিলে উইকেট পতন হয় ১২টি। আর শুক্রবার একদিনেই আউট হন ১১ জন ব্যাটসম্যান!
ভারত প্রথম ইনিংসে করে ৪৭৫ রান। ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর কোহলির। দলীয় ৩৫২ রানের মাথায় রায়ান হ্যারিসের বলে ক্রিস রজার্সের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন কোহলি। ২৩০ বল থেকে ২০টি চারের মারে ১৪৭ রান করেন তিনি।
অশ্বিন হাফ সেঞ্চুরি করলেও ঋদ্ধিমান সাহা ৩৫ ও ভুবনেশ্বর ৩০ রান করে আউট হন। শেষ ব্যাটসম্যান হিসেবে উমেশ যাদব আউট হওয়ার সময় ভারতের রান দাঁড়ায় ৪৭৫।
সে সময় অসিদের পক্ষে মিচেল স্টার্ক ৩টি এবং নাথান লিওন, রায়ান হ্যারিস ও শেন ওয়াটসন ২টি করে উইকেট নেন। শুক্রবারে বল হাতে অসিদের বিরুদ্ধে লড়াইয়ে রবিচন্দ্রণ অশ্বিন একাই চারটি উইকেট তোলে নেন। অন্যদিকে সামি ও ভুবেনেশ্বর ১ টি করে উইকেট নেন।
যাইহোক শেষ দিনে ভারত ও অসিদের হাড্ডাহাড্ডি লড়াই হবেই। অপাতত অসিরাই এগিয়ে রয়েছে। এর পরেও শেষ ভালোর আসায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামবে ভারত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*