বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ ডিসেম্বর || রাজ্য সরকারের নির্দেশ অনুসারে সোমবার থেকে বিদ্যালয়ে পঠন পাঠনের কাজ শুরু হয়েছে। বাইখোড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে প্রায় ৫০ শতাংশ ছাত্রছাত্রীর উপস্থিতিতে চলছে পাঠদানের কাজ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি কুমার মুলসম জানান, সরকারি নির্দেশিকা মেনেই বিদ্যালয়ে পাঠদানের কাজ চলছে। বিদ্যালয়ে আগত ছাত্র ছাত্রীদের থার্মাল স্কেনিংএর মাধ্যমে বিদ্যালয়ে প্রবেশ করানো হয়। অপরদিকে শিক্ষার্থীদের সামাজিক দুরত্ব বজায় রেখে বসানা হয় বলে জানান তিনি। তাছারা বিদ্যালয়ে সকলের জন্য হাত ধোঁয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান প্রধান শিক্ষক। তিনি জানান, এই বিদ্যালয়ে দশম শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৫৭ জন, যার মধ্যে আজ ৩০ জন ছাত্রছাত্রী উপস্থিত রয়েছে। অপরদিকে তিনি জানান, দ্বাদশ শ্রেণীতে মোট ছাত্রছাত্রী সংখ্যা ১৩০ জন। এরমধ্যে বিদ্যালয়ে ৬২ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলো।