আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ডিসেম্বর || আগরতলা পুর নিগমের মেয়াদ শেষ এই মাসেই। তাই সমস্ত কাউন্সিলর ও মেয়রদের নিয়ে সম্প্রতি এক বৈঠক করা হয় আগরতলার টাউন হলে। বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার, পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্য কাউন্সিলরা। পুর নিগমের মেয়াদ শেষে সবার মধ্যে একত্রিতভাবে এই আলোচনা বৈঠকের আয়োজন করা হয়। আলোচনা বৈঠকে বিশেষ করে যে সমস্ত কাউন্সিলররা বিগত দিনে তাদের ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন মূলক কাজ করেছেন তা নিয়ে আলোচনা করা হয়। আগরতলা পুর নিগমের যে সমস্ত কাউন্সিলাদের পুর নিগমের কাজ নিয়ে কোন ধরনের বক্তব্য থাকলে তা এই বৈঠকের মাধ্যমে আলোচনা করা হয় এবং তা কিভাবে সম্পূর্ণ করা যায় সে বিষয়ে
পুর নিগমের কাউন্সিলররা কথা বলেন। এমনকি যে সমস্ত কাউন্সিলর যে যে কাজ করেছেন সে কাজগুলোকে নিয়ে রিভিউ করা হয়। আগরতলার টাউন হলে আয়োজিত পুর নিগমের মেয়াদ শেষের দিনে আলোচনায় সভায় কি বিষয়ে মিটিং করা হচ্ছে সে বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা জানান, পুর নিগমের মেয়াদ শেষে সবার মধ্যে গেট টুগেদার আয়োজন করা হয়। এদিকের পুরো নিগমের মেয়াদ শেষের পর আবার পুরো নিগমের নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন কবে নাগাদ ঘোষণা করবেন সেদিকে তাকিয়ে আছে রাজ্যের রাজনীতি মহল।