আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ডিসেম্বর ||গভীর রাতে ফের অগ্নিকাণ্ড রাজধানী আগরতলায়। জানা যায়, মঙ্গলবার গভীর রাতে রাজধানীর বর্ডার গোলচক্কর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে অগ্নিনির্বাপক দপ্তরের ৭টি ইঞ্জিন গিয়ে উপস্থিত হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। জানা যায়, ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হয় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী।