যান দুর্ঘটনায় প্রাণ গেল দুইটি গরুর, গুরুতর আহত আরও তিন গরু

IMG-20201212-WA0016আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১২ নভেম্বর || শনিবার সাতসকালে যান দুর্ঘটনায় প্রাণ গেল দুইটি গরুর। পাশাপাশি গুরুত্বর ভাবে আঘাত প্রাপ্ত আরো তিনটি গরু। ঘটনাটি বক্সনগর পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল ৯টায় কলমচৌড়া থানাধীন কলসীমুড়া পঞ্চায়েতের ১নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন নামে এক কৃষক নিজের পাঁচটি গরু নিয়ে প্রতিদিনের ন্যায় জঙ্গলে গরু চড়াতে যাচ্ছিলেন। আর তখনই বিশালগড়ের দিক থেকে আসা টি আর-০৭-এ-১৫৯৫ নম্বরের একটি লড়ি ও একটি ম্যাজিক গাড়ি দুটোই বিশালগড়ের দিক থেকে বক্সনগরের দিকে আসছিল। তবে তাদের মধ‍্যে প্রতিযোগিতা ছিল, কে আগে গিয়ে বক্সনগরে পৌঁছাবে। ফলে এমন প্রতিযোগিতা করতে গিয়ে বক্সনগর বনদপ্তরের অফিসের সামনে এসেই গরু গুলির উপর সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারতেই গরুগুলি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই দুটি গরু প্রাণ হারায়। আর বাকি তিনটি গরু গুরুত্বর ভাবে আঘাত প্রাপ্ত হয়। পরে গরুর মালিক চিৎকার করতেই আশে পাশের লোকজন এসে গাড়ির চালক পংকজ বর্মণকে আটক করে। পরবর্তী সময়ে কলমচৌড়া থানায় খবর দিলে পুলিশ এসে গাড়ির চালককে থানায় নিয়ে যেতে চাইলে বক্সনগর সিন্ডিকেট অফিস থেকে বাঁধা দেওয়া হয়। সিন্ডিকেট বাহিনীর দাবি, যেহেতু যান বাহন সম্পর্কিত বিষয়, সুতরাং সেটাকে সিন্ডিকেটেই নিষ্পত্তি করে নেওয়া হবে। ফলে পুলিশের ভূমিকা ছিল এক প্রকার অসহায়ের মতো। এদিকে গুরুত্বর ভাবে রক্তাক্ত তিনটি গরুকে পশু হাসপাতালে চিকিৎসার জন‍্য নিয়ে যাওয়া হয়। তবে গরুর মালিক জানান, গরু গুলির আনুমানিক ক্ষয়ক্ষতি বাবত তাকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরন দিতে হবে। এদিকে জানা যায়, মর্মান্তিক এই যান দুর্ঘটনার মীমাংসা করার নামে বক্সনগর সিন্ডিকেটে সভা বসালে গরু গুলির ক্ষতিপূরণ হিসেবে ৪৬ হাজার টাকা ধার্য করা হলে গরুর মালিক জাকির হোসেন সেই ক্ষেত্রে চরম অসন্তোষ ব‍্যক্ত করেন। গরুর মালিকের বক্তব্য, তিনি যদি গরু গুলির সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ যদি না পান তাহলে তিনি আইনের দ্বারস্থ হবেন। তবে জানা যায়, এই পাঁচটি গরুর মধ্যে মারা যাওয়া দুটি গরু সহ মোট চারটি গরু জাকির হোসেনের এবং বাকি একটি গরু একই এলাকার হাফিজ মিয়া নামে অপর এক ব্যক্তির।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*