৩ উইকেটের আক্ষেপে শেষ টেস্ট ড্র

plyস্পোর্টস ডেস্ক ।। ভারত ও অসিদের শেষ লড়াইয়ে হারল না কেউ। সবার দৃষ্টি ছিল সিডনি টেস্টের দিকে। আর এ টেস্টে তৃপ্ত নয় অস্ট্রেলিয়া। তারা ৩-০ তে সিরিজ জয়ের স্বপ্ন জাগিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যান রাহানে ও বোলার ভুবেনেশ্বর কুমার ব্যাট হাতে তাদের সে স্বপ্ন পূরণ হতে দেয় নি। এর মাধ্যমে শেষ লজ্জাটা থেকে ভারতকেও বাঁচালেন তারা।

টেস্ট ড্র করা পর্যন্ত রাহানে ৩৮ ও ভুবেনেশ্বর কুমার ২০ রানে অপরাজিত ছিলেন। এর আগে মুরালি বিজয় ৮০, কোহলি ৪৬ ও রোহিম শর্মা করেছেন ৩৯ রান করে আউট হন।

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ খেলার চতুর্থ দিনের ব্যাটিংকে পঞ্চম দিনে টেনে নিয়ে যাননি। আগের দিন তোলা ৬ উইকেটে ২৫১ রানেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছেন। পঞ্চম ও শেষ দিনটা তাই ভারতের ব্যাটিং দিয়ে শুরু হয়েছে। জয়ের জন্য ভারতের সামনে অস্ট্রেলিয়া ছুড়ে দিয়েছে ৩৪৯ রানের চ্যালেঞ্জ।

আর দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ২৫২ রান। এরপরেই ড্র ঘোষিত হয় এ টেস্ট । অসিদের পক্ষে স্টার্ক ২ টি, লায়ন ২ টি, ওয়াটসন ১ টি ও হ্যাজলউড ২ টি উইকেট পান। নির্ধারিত সময়ে জয়ের জন্য তাদের দরকার ছিল আর ৩ উইকেট। কিন্তু অসি বোলাররা শেষের দিকে পরাস্ত হয়েছেন। আর এতেই টেস্টের ফলাফল দাঁড়ায় ড্র।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*