আন্তর্জাতিক ডেস্ক ।। সুপারমার্কেটে কত কত জিনিসই তো থাকে। সবকিছু রেখে এক ব্যক্তি চুরি করলেন চিংড়ি। চুরি অবশ্য পুরোপুরি তিনি করতে পারেননি। তার আগেই একেবারে হাতেনাতে ধরা পড়ে যান। আর তাতেই তার পাঁচ বছরের জেল হয়ে গেল।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের এক দোকান থেকে চিংড়ি চুরির এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার দ্য টেলিগ্রামের বরাত দিয়ে হাফিংটন পোস্ট জানায়, বৃহস্পতিবার জন পিনার্ড নামের ওই ব্যক্তিকে পাঁচ বছরের কারাদন্ড দেয় আদালত।
তার বিরুদ্ধে দুটি অভিযোগে যুক্ত থাকার প্রমাণ পায় আদালত। এর মধ্যে ৩০০ ডলারের চিংড়ি চুরির চেষ্টার অভিযোগে আদালত তাকে তিন বছরের জেল দেয় এবং অস্ত্রসহ ডাকাতির চেষ্টার কারণে দেয় দুই বছরের জেল।
কর্তৃপক্ষ জানায়, ৩৮ বছর বয়সী পিনার্ড গত জুন মাসে একটি সুপারমার্কেটে ঢুকে চিংড়ি চুরি করে বের হওয়ার চেষ্টা করছিলো।
এমন সময় নিরাপত্তাকর্মীরা তাকে ধরে ফেললে তাদেরকে অস্ত্রের মুখে হুমকি দেয় পিনার্ড। পরে সেখান থেকে সে পালিয়ে যায়।
পিনার্ডের উকিল গণমাধ্যমকে জানিয়েছেন, মাদকাসক্ত অবস্থায় পিনার্ড এ কাজ করেছিলেন।