দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১০ জানুয়ারী ।। দরিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষদের জীবনে কিছুটা স্বাচ্ছন্দ্যের অবকাশ করে দিয়েছিল কেন্দ্রীয় রেগা প্রকল্প। ত্রিপুরায় এই কর্মসূচী পালনে অসামান্য সাফল্য দেখিয়েছে কিন্তু কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার রেগা প্রকল্প সংকোচঙ্করার প্রয়াস নিয়েছে, কমিয়ে দেয়া হচ্ছে বরাদ্দ – এর বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচী নিয়েছে রাজ্যের CPI(M) দল, CPI(M) তীব্র ভাষায় কেন্দ্রের রেগা সংকোচনের নিন্দা জানিয়েছে।
শনিবার, রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সন্মুখে ত্রিপুরা রেগা কর্মচারী সমন্বয় সমিতির তৃতীয় দ্বি-বার্ষিক সন্মেলনের আয়োজন করা হয়েছে। প্রকাশ্য সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় ভূমিকার জন্য শুধু রেগা নয়, অন্যান্য ক্ষেত্রেও গভীর অনিশ্চয়তার জন্য বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন।
এখানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বন ও গ্রাম উন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া, প্রধান অতিথি ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, প্রধান বক্তা TECC-র সাধারন সম্পাদক অসীম পাল, সন্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্যরা।