দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১০ জানুয়ারী ।। শনিবার, অরুন্ধুতী নগর পুলিশ মাঠে দু’দিন ব্যাপী রাজ্য ভিত্তিক হকি প্রতিযোগীতার উদ্বোধন হয়েছে। মোট ১২টি দল এই প্রতিযোগীতায় অংশ নিয়েছে, পুরুষদের ৮টি ও মহিলা বিভাগে ৪টি মহকুমা দল শিরোপার যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এ,ডি,নগরের পুলিশ মাঠে এই প্রতিযোগীতার উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী শহিদ চৌধুরী।