তারায়-তারায় ডেস্ক ।। বলিউডে বেশ কয়েকজন তারকা রয়েছেন, যাদের বয়স নিজেদের বউয়ের চেয়েও কম। ব্যতিক্রমী এমন তারকারা বয়সে ছোট হলেও স্ত্রীদের নিয়ে দারুণ কাটছে তাদের সুখের সংসার। এ পর্বে জেনে নেয়া যাক এমন কয়েক তারকার কথা।
প্রথমেই আসা যাক, অমিতাভপুত্র অভিষেকের কথায়। তার স্ত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় তার চেয়েও দুই বছরের বড়। সালমানের সাথে সম্পর্ক ভাঙার পর বিবেক ওবেরয়ের সাথে বিতর্কে জড়ালেও শেষপর্যন্ত অভিষেকের গলাতেই মালা পরিয়ে দেন ঐশ্বরিয়া। অভিষেকের সঙ্গে বয়সের পার্থক্য কখনই কিন্তু সম্পর্কে প্রভাব ফেলতে পারেনি।
বলিউডের আরেক তারকা অর্জুন রামপাল। তার স্ত্রীও কিন্তু তার চেয়ে দুই বছরের বড়। এক দশকেরও বেশি সময় ধরে রয়েছেন একে অপরের সাথে। মডেলিং করতে গিয়েই দুজন দুজনের কাছে আসেন তারা। এরপর একে অপরের প্রেমে হাবুডুবু। বয়সের পার্থক্যে কী বা আসে-যায়!
সৌন্দর্যের রানী শিল্পা শেঠী এবং রাজ কুন্দ্রার বিয়ের বিষয়টিতো রীতিমতো রূপকথার গল্প। রাজ কুন্দ্রা ছিলেন শিল্পার অনেক বড় একজন ভক্ত। নিজে ব্যবসায়ী হলেও শিল্পার মন বুঝে মোক্ষম সময়ে বিয়ের প্রস্তাব দেন। ব্যাস, বিয়ে হয়ে গেল। আর বয়সের পার্থক্য? খুব বেশি নয়, শিল্পা শেঠী তার স্বামী রাজ কুন্দ্রা থেকে মাত্র তিন মাসের বড়।
পরিচালক ফারহান আখতারের কথা বলা যাক এবার। তিনি একজন সফল পরিচালক, গায়ক, অভিনেতা, প্রযোজক এবং গীতিকারও। অবশ্য বিয়ে করেন রূপালী জগতে সাফল্য অর্জনের বহু আগেই। স্ত্রীর নাম অধুনা। ফারহান কিন্তু অধুনার থেকে ৬ বছরের ছোট! না না, এতে দুশ্চিন্তার কিছু নেই। বেশ সুখে আছেন এ দম্পতি।