দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১০ আগষ্ট ।। শ্রাবনী পূর্ণিমার রাখী বন্ধনের উৎসবের সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরানিক ইতিহাস। ইতিহাসে যাই থাকুক – রাখী বন্ধন যুগ যুগ মানুষের ভালোবাসার দূরত্ব ঘোচাতেই পালিত হয়েছে। আধুনিকতার নামে যখন পরম্পরা, ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, তখন রাখী বন্ধন এখনো আস্তিত্ব টিকিয়ে রেখেছে – ক’দিন থাকবে বলবে ভবিষ্যৎ। জয়নগরের নবদিগন্ত প্রতি বছরের মতো এবারও রাখী বন্ধন উৎসব পালন করেছে। পথ চলতি সাধারন জনগন থেকে রিক্সাচালক প্রত্যেকেই বাহুডোরে রাখী বেঁধে দিয়ে ভালোবাসার বার্তা দিয়েছে। বর্ডারের ৮৭ নং গেইটের সিমান্ত বাহিনীর জওয়ানদের রাখী পরানো ছারাও অনাথ আশ্রমের শিশু আবাসিকদেরও রাখী বন্ধনের উৎসবে রাখী দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।