পুথিবা লাইহারওবা উৎসবের উদ্বোধন অভয়নগরে

puthiba1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী ।। রবিবার, থেকে উজান অভয়নগরস্থিত পুথিবা দেবতাবাড়ী প্রাঙ্গনে ৫দিন ব্যাপী মনিপুরী সম্প্রদায়ের উৎসব ‘পুথিবা লাইহারওবা উৎসব’ শুরু হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই উৎসবের শুভ উদ্বোধন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা।
পুথিবা লাইহারওবা কমিটির উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের ও পুথিবা ওয়েলফেয়ার এন্ড কালচার‍্যাল সোসাইটির সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে অংশ নিতে মনিপুরী সমাজের ধর্মযাজক মাইবা এবং মাইবি সহ প্রায় ৪০ জন শিল্পী মনিপুর থেকে এসেছে।
ভাষন রাখতে গিয়ে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী বলেন, নিজ নিজ ধর্ম মেনে, পরস্পরের মধ্যে ঐক্য বজায় রেখে দেশকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই মন্দির শতবর্ষ প্রাচীন মন্দির, এই উৎসব মনিপুরী সমাজের ঐতিহ্যবাহী উৎসব। তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছাড়াও প্রধান অতিথি হিসেবে ভাষন রাখেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী সহ স্বাগত ভাষন হিসেবে ভাষন রাখেন উৎসব কমিটির সম্পাদক দীপক সিনহা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*