আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারী || ২৬শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসে সরকারীস্তরে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর আসাম রাইফেলস ময়দানে। আর এই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে সাজিয়ে তোলা হচ্ছে আসাম রাইফেলস ময়দান প্রাঙ্গন।
পাশাপাশি বুদ্ধ মন্দির থেকে সার্কিট হাউস পর্যন্ত রাস্তায় পাশে আসাম রাইফেলসের দেওয়ালে ভারতীয় জওয়ানদের বিভিন্ন কর্মশৈলী রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। জানা যায়, আগরতলা পুর নিগমের উদ্যোগে আর্ট কলেজের প্রাক্তনিদের দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এই চিত্র।