আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২২ জানুয়ারী || পথ হারিয়ে ৬০ ঊর্ধ্বে এক মহিলা ঠাই নেয় মামুন মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে। ওই ব্যক্তির বাড়ি সোনামুড়া থানাধীন শোভাপুর গ্রাম পঞ্চায়েতের মস্তান টিলা এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, তিনদিন ধরে ওই বাড়িতে অবস্থানরত আছেন ওই মহিলা। মামুন মিয়া বিভিন্ন ভাবে ওই মহিলার কাছ থেকে তার বাড়ির ঠিকানা জানতে চাইলে, কোন মতেই মহিলা তার বাড়ির ঠিকানা বলতে পারছেনা। সোনামুড়ার অনেক জায়গায় ঘোরানোর পরেও সে তার নিজ বাড়ি চিনতে পারছে না। এমনকি ওই এলাকার লোকজনেরাও ওই মহিলাকে চিনতে পারছে না। তবে এলাকাবাসী আশঙ্কা করেছে মহিলা সীমান্ত দিয়ে বাংলাদেশে থেকে ভারতে এসেছে। মহিলার কথা বলার স্মৃতিশক্তি নেই। তবে বর্তমানে মহিলাটি শোভাপুর এলাকায় রয়েছে।