আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী || ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যের সাধারন মানুষ। সন্ধ্যা হতেই কুয়াশার চাদরে ঢেকে পড়েছে রাজধানী সহ গোটা রাজ্য। হিমালয়ের পাদদেশ থেকে নেমে আসা মৃদু শৈত প্রবাহ ও হিমেল হাওয়া বইছে। কনকনে শীতে সবচেয়ে বেশী দূর্ভোগে পড়েছে শিশু ও বয়স্করা। বিশেষ করে শ্রমজীবি মানষের বেড়েছে চরম দূর্দশা।
শীত ও তীব্র শৈত্য প্রবাহে নাকাল হয়ে পড়েছে হতদরিদ্র-ছিন্নমূল মানুষ। গত কয়েক দিন ধরে হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়েছে। শিশিরের কুয়াশার কারণে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে পাশাপাশি ব্যাহত হয় স্বাভাবিক জনজীবনও। শীতে জনজীবন বিঘ্নিত হলেও কোথাও কোথাও আগুন জ্বালিয়ে হাত গরম করে নেওয়ার দৃশ্যও দেখা গেছে।