আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ জানুয়ারী || গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন মুঙ্গিয়াকামী জুমবাড়ি এলাকা থেকে রবিবার ভোরে ১৪টি কাঠ বোঝাই বাইসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। জানা যায়, তেলিয়ামুড়া রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে বনদপ্তরের কর্মীরা এই অভিযান চালায়। রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের কাছে খবর আসে জুম বাড়ি এলাকা থেকে ১৪টি বাই সাইকেলে করে কাঠ পাচার হচ্ছে। সেই খবরের মোতাবেক রবিবার ভোর চারটা থেকে উৎপেতে বসে থাকে বনদপ্তরের কর্মীরা। পরে বনকর্মীরা ১৪টি বাই সাইকেল সহ অবৈধ কাঠগুলি জামাই বাড়িস্থিত ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে। রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ জানায়, বাই সাইকেল সহ আটককৃত কাঠের বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। তবে বনকর্মীরা অবৈধ কাঠ পাচারকারীদের আটক করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে জানা যায়।