তারায়-তারায় ডেস্নক ।। পর্নস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওনের সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন শাহরুখ খান।
বৃহস্পতিবার সানি লিওনের নতুন ছবি ‘জ্যাকপট’র প্রিমিয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে শাহরুখ এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, খুব শিগগিরই সানি লিওনের সঙ্গে কাজ করতে পারেন তিনি।
শাহরুখ বলেন, আমি কখনই আমার ছবির অভিনয় শিল্পী নির্ধারণ করি না। পরিচালকরাই এটা করেন। সানি লিওনের সঙ্গে কোনো ছবিতে কাজ করার সুযোগ পেলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব।
কাইজাদ গুস্তাদের পরিচালনায় ‘জ্যাকপট’ ছবিটি শুক্রবার মুক্তি পেয়েছে। সানি লিওন ছাড়াও এতে আরো অভিনয় করেছেন শচিন যোশি ও নাসিরুদ্দিন শাহ।