পুরাতন স্কুল নির্মানের দাবিতে গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলালো এলাকাবাসী

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৭ জানুয়ারী ৷। পুরাতন স্কুল নির্মানের দাবিতে সোনামুড়া মহকুমার আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলালো এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, উওর আড়ালিয়া গ্ৰাম পঞ্চায়েতর অন্তর্গত নামারকুছি জে বি স্কুলটি ২০১৭ সালে পুরাতন স্কুলটিটি নতুন করে নিমার্ণ করার জন্য ভাঙ্গা হয়েছিলো। কিন্তু এখনো পর্যন্ত স্কুল বাড়িটি আর নিমার্ণ করা হয় নি। অথচ স্কুলটির জন্য ৫৬ লক্ষ টাকা বরাদ্ধ করা হয়েছে বলে জানা যায়। এমনকি স্কুলের পুরাতন ঘরটি বিক্রি করা হয়েছিল প্রায় দের লক্ষ টাকা। এই টাকারো কোন হদিস নেই। এই স্কুলে মোট চার জন শিক্ষক ছিলো, একজন আবার ১০,৩২৩ এর শিক্ষক। দীলিপ সিং, সিরাজ মিয়া অবসরে চলে যান। আর লক্ষণ দাস, সঞ্জীব দেববর্মা এই দুই জন শিক্ষক এখনো পর্যন্ত এই স্কুলটি চালিয়ে যাচ্ছে। বর্তমানে স্কুলটি ৪০ এর বেশি ছাত্র ছাত্রী আছে। এই এলাকায় প্রায় দুইশ শতাধিক পরিবারের বসবাস। জানা যায়, চতুর্দিকে দুই কিলোমিটার মধ্যে কোনো স্কুল নেই, ছাত্র-ছাত্রীরা বিপাকে পড়েছে। সোমবার এলাকাবাসী এই স্কুল ঘরটি নির্মাণের দাবিতে গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*