আপডেট প্রতিনিধি, বক্সনগর, ৩০ জানুয়ারী || বিএসএফ ৭৪ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে দিব্যাঙ্গ ভাই-বোনদের চলাফেরা করার বিভিন্ন সামগ্রী প্রদান করা হয় বক্সনগরে টাউন হলে।
সৃষ্টিকর্তার প্রদত্ত সমাজে কিছু মানুষ আছে যারা কথা বলতে পারে না, হাটতে পারে না, কানে শোনে না, চোখে দেখে না, এক কথায় তাদের দিব্যাঙ্গ বলা হয়। সমাজের এই দুঃখী মানুষের সরকারি ভাতা, সহযোগিতা পেলেও তারা সুস্থ সবল দেহ বিশিষ্ট মানুষের মতো চলাফেরা করতে না পারায়, সর্বদা বিষণ্ন মনে থাকতে হয়। তাই বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন এমনকি সরকারি দপ্তর গুলিতে, দিব্যাঙ্গদের খুশি রাখতে শিবির করে বিভিন্ন সামগ্রী প্রদান করে থাকেন। তাই এমনই দিব্যাঙ্গদের নিয়ে শিবির করেন ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ’র আধিকারিকরা। শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় বক্সনগর সমর স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ৭৪নং ব্যাটেলিয়ানের ডেপুটি কমান্ডেন্ট বি এস রাউত, টু আইসি প্রেম কুমার, সঞ্জয় এসি, পঙ্কজ সোহেল এবং এম মেথউ, ইন্সপেক্টর শংকর লাল, এস আই নবীন কুমার সহ প্রমুখ। এই শিবিরে মোট ৪৮ জন দিব্যাঙ্গকে চলাফেরার বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। চলাফেরা অক্ষমতাকে সক্ষমতা করার লক্ষ্যেই সামগ্রী গুলি প্রদান করেন। এগুলির মধ্যে অন্যতম হলো কানে শোনার যন্ত্র, হ্যান্ড স্টিক, হট বোতল, কালো চশমা, হুইল চেয়ার, বেল্ট প্রভৃতি। বি এস এফ উর্দ্ধতন কর্তৃপক্ষ টুআইসি প্রবীন কুমার জানান আগামী দিনেও এই ধরনের সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে শিবির জারি থাকবে এবং অতীতেও আমরা এই ধরনের বহু শিবির করেছি।