বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ জানুয়ারী || শান্তির বাজার ছাত্রবন্ধু সামাজিক সংস্থা প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচী করে যাচ্ছে। এরইমধ্যে ছাত্রবন্ধু সামাজিক সংস্থার উদ্দ্যোগে এক চক্ষু শিবির এবং প্রসাশনিক শিবিরের আয়োজন করা হয়। এই প্রশাসনিক শিবিরে মেরেজ সার্টিফিকেটের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। তার পাশাপাশি রয়েছে গ্রামীন ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবা। সংস্থার এক সদস্যের জন্মদিন উপলক্ষে শান্তির বাজারের কিছু সংখ্যক গরীব লোকজনদের বাছাই করে কম্বল বিতরণ করা হয়। ছাত্রবন্ধু সামাজিক সংস্থা কতৃক আয়োজিত এই শিবিরে লোকজনের উপস্থিতির হার ছিলো লক্ষ্যনীয়।