বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ ফেব্রুয়ারি ৷। শান্তির বাজার মহকুমার অন্তর্গত তৈকর্ম দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক স্পোর্টস কম্পিটিশান-২০২১। ইয়ুথ এফায়ারস ও স্পোর্টস ডিপার্টমেন্ট এর উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এই ইভেন্ট ছিলো অনুর্ধ ১৭ বালিকাদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট। রবিবারমোট তিনটা টিমের খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় দক্ষিন জেলা তিনটি মহকুমার মধ্যে শান্তির বাজার মহকুমার টিম জয়লাভ করে।