আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৩ ফেব্রুয়ারী || আবারো গাঁজা অভিযানে সাফল্য পেলো কলমচৌড়া থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিকের কাছে একটি গোপন খবর আসে যে বেলুয়ারচর এলাকায় একটি বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা মজুত রয়েছে। এই গোপন খবরের ভিত্তিতে পুলিশ ভেলুয়ারচর গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডের তপন দাসের ছেলে দীপ্তনু দাসের ঘরে অভিযান চালায়। অভিযান চালিয়ে বস্তার মধ্য প্যাকেট অবস্থায় গাঁজা উদ্ধার করে পুলিশ। এদিনের অভিযানে মোট পাঁচটি বস্তায় ৩৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে কলমচৌওড়া থানার পুলিশ। যার বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে জানান পুলিশ। এই অভিযানে কাউকে গ্রেপ্তার করতে না পারলেও, পুলিশ এই গাঁজার মালিকের নামে একটি এনডিপিস মামলা রিজু করেন। গাঁজা ব্যাপারী বর্তমানে পলাতক রয়েছেন বলেই জানা যায়।