মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে তরিঘরি নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ ঠিকেদারের বিরুদ্ধে

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ ফেব্রুয়ারি ৷। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে তরিঘরি করে নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ উঠলো ঠিকেদারের বিরুদ্ধে। জানা যায়, জোলাইবাড়ী থেকে শিলাছড়ীর আইলমারা পর্যন্ত বাইখোড়া পূর্ত দপ্তর থেকে রাস্তা নির্মানের কাজের বারদ পেয়েছেন জোলাইবাড়ীর জহর ও শম্ভু নামে দুই ব্যক্তি। এই কাজের জন্য সারে নয় কোটি টাকা বরাদ্ব করা হয়েছে বলে জানা যায়। ২০১৮ সালে এইকাজ শুরু হলেও দীর্ঘ কয়েক বছর কোনো এক অঞ্জাত কারেন কাজ বন্ধ রয়েছে।  ৫ই ফেব্রুয়ারী জোলাইবাড়ীতে মুখ্যমন্ত্রী আসার কথা রয়েছে। মখ্যমন্ত্রী প্রথমে দেবদারু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্ভোধন করবেন। পরবর্তী সময় নারদপাড়া এডিসি ভিলেজে জলাশয় পরিদর্শনে যাবেন। সবশেষে তিনি জোলাইবাড়ী দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে একটি জনসভায় মিলিত হবেন। মুখ্যমন্ত্রী আগমনের জন্য তরীঘড়ী করে রাস্তা নির্মানের কাজ শুরু করে দিয়েছে ঠিকেদার। কিন্তু এই কাজ নিম্নমানের বলে অভিযোগ করে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। এলাকাবাসী সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান, জনগনের সুবিধার্থে রাজ্য সরকারের উদ্দ্যোগে রাস্তা নির্মান করা হচ্ছে। কিন্তু ঠিকেদার সঠিক ভাবে রাস্তার তৈরির সামগ্রী ব্যবহার করছে না। রাস্তাটি সম্পূর্নভাবে নিম্নমানের তৈরি করা হচ্ছে। রাস্তা পরিদর্শনে পূর্ত দপ্তরের আধিকারিকরা যান। সেখানে গিয়ে পূর্ত দপ্তরের আধিকারিকরা এলাকাবাসীর ক্ষোভের মুখে পরতে হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ। এলাকাবাসীর দাবী রাস্তাটি যেন গুনগতমান বজায় রেখে তৈরি করা হয়। তা না হলে উনারা আগামীদিনে মুখ্যমন্ত্রীর দারস্ত হবে বলে জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*