বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ ফেব্রুয়ারি ৷। জোলাইবাড়ী দ্বাদশশ্রেনী বিদ্যালয় মাঠে মুখ্যমন্ত্রীর সমাবেশকে কেন্দ্র করে প্রস্ততির কাজ দেখতে গেলো বিজেপি সমর্থীত কর্মীরা। ৫ই ফেব্রুয়ারি (শুক্রবার ) জোলাইবাড়ীতে আসছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি প্রথমে জোলাইবাড়ীর দেবদারুতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্ভোধন করবেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী যাবেন কোয়াইফাং এর নারদপাড়া জলাশয় পরিদর্শনে। সর্বশেষে জোলাইবাড়ী দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে এক জনসভায় মিলিত হবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে স্কুল মাঠে চলছে প্রস্তুতির কাজ। মুখ্যমন্ত্রীর সফর সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান জোলাইবাড়ী বিজেপি’র যুব মোর্চার সভাপতি।