বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ ফেব্রুয়ারী ||আগামী ৫ই ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে দেবদারু গ্রামীন মেলা-২০২১। শান্তির বাজার মহকুমার অন্তর্গত দেবদারু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ময়দানে মা লক্ষী এবং পার্ব্বতী গ্রামীন সংগঠনের উদ্দ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিন ব্যাপী গ্রামীন মিলন মেলা। এই মেলার শুভ উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন টি আই ডি সি’র চেয়ারম্যান টিংকু রায়। উদ্ভোদকের পাশাপাশি উপস্থিত থাকবেন সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, দক্ষিন জেলার জেলা সভাধিপতি কাকলি দাস দত্ত, জোলাইবাড়ী ব্লকের এগ্রি সেন্ডিং কমিটির চেয়ারম্যান বিকাশ বৈদ্য সহ অন্যান্যরা। এই মেলায় গ্রামীন সংগঠনের উদ্দ্যোগে বিভিন্ন প্রকারের স্টল দেওয়া হবে বলে জানান মেলার উদ্দ্যোগতারা। মেলার প্রস্তুতির কাজ চলছে জোর কদমে।