সাগর দেব, তেলিয়ামুড়া, ০৬ ফেব্রুয়ারী || কেন্দ্রীয় কৃষি বিল বাতিলের দাবিতে দিল্লিতে ঐতিহাসিক সংগ্রামরত কৃষকদের সমর্থনে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটির তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে শনিবার সিপিআই(এম) তেলিয়ামুড়া মহকুমা পার্টি অফিসের সামনে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব সুভাষ নাথ, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই জেলা কমিটির সম্পাদিকা গায়ত্রী দত্ত, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য কৃষক নেতৃত্বরা। এদিনের সংহতি সমাবেশে তেলিয়ামুড়া মহুকুমা এলাকার কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।