আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৬ ফেব্রুয়ারী || রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় নৌ ও জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মন্দাভিয়া। রাজ্যে এসে বিভিন্ন কর্মসুচীতে অংশ নেন তিনি। এদিন সোনামুড়া চেকপোস্টস্থিত শ্রীমন্তপুর নৌ বন্দর পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পাশাপাশি এদিন তিনি প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন।
পাহাড়ি রাজ্য হওয়ায় জল পরিবহন কতটা উন্নত নয়, তবে বিশেষ করে রাজ্যের বড় ধরনের কোন জলাশয় না থাকলেও ত্রিপুরা থেকে দেশের বাইরে অর্থাৎ প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে ভারতের ত্রিপুরা রাজ্যেরও পরিবহনের মাধ্যম হলো গোমতী নদী। কিন্তু নদীর নাব্যতা না থাকায় নৌ পরিবহনে ততটা উন্নত নয় এই গোমতী নদীর। সাম্প্রতিক ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বাংলাদেশেরও ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর মাধ্যমে নৌ পরিবহনের সূচনা করেন। তবে গোমতী নদীর নাব্যতা কম হওয়ার কারণে বাংলাদেশ থেকে আসা সিমেন্ট বোঝাই করা ছোট্ট জাহাজটি সমস্যার সম্মুখীন হয়। কিন্তু দু’দেশের সরকার আন্তর্জাতিকভাবে নৌ-পরিবহনের জন্য ঘটা করে উদ্বোধন করতে চেয়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বড় জাহাজ আসা যাওয়ার ক্ষেত্রে খানিকটা ব্যর্থ হয়েছিলেন। প্রায় ছয় মাস পর দুই দিনের সফরে রাজ্যে এসেছেন জাহাজ, বন্দর, ও নৌ পথ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মনসুখ মন্দাভিয়া। জানা যায়, তিনি ত্রিপুরার গোমতী নদী দিয়ে বাংলাদেশে হয়ে ভারতের নৌ পরিবহন এর মাধ্যমে ত্রিপুরাকে উন্নয়নমুখী ভোটের কর্মসূচি নিয়ে দু’দিনের সফরে আসেন।প্রথম দিনে তিনি সোনামুড়া শ্রীমন্তপুর নৌ বন্দর পরিদর্শন করেন। নৌ বন্দর পরিদর্শনকালে মন্ত্রীর ছায়া সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপি’র সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ সিপাহিজলা জেলার দক্ষিণাংশের বিজেপি সভাপতি দেবব্রত ভট্টাচার্য, মুখ্য সচিব পিকে গাওয়াল প্রমুখ।